শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জাতীয়

ঐতিহাসিক মহাস্থানগড় পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন

প্রকাশিত: ২০২৫-০১-৩১ ২১:৫০:০৮

News Image

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন (৩১ জানুয়ারি শুক্রবার) প্রায় ২৫ শত বছরের পুরনো বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীতি পুণ্ড্রনগরী বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করেছেন।

 

মহাস্থানে এসে তিনি দুপুরে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেন। এর আগে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শন ছাড়াও মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বৈরাগীর ভিটা, প্রত্নস্থল জাহাজঘাটা, গোবিন্দ ভিটা, মানকালির মন্দির, শাহ সুলতান বলখী (র:) এর মাজার, গোকুল মেধ (বেহুলা-লখিন্দরের বাসরঘর), ভাসুবিহার পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সচিব গুইলাউম ডেসমন্টস, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপটিস্ট লেব্রেট, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের ডেপুটি ডিরেক্টর কোলিন রিফ্র্যাঙ্ক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, প্রায় দুই সপ্তাহ আগে মহাস্থানে খনন কার্যক্রম শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রদূত মহাস্থানগড়ের পুরাকীর্তি খননে ফ্রান্সের চলমান কার্যক্রম পরিদর্শনের জন্য এসেছেন।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭