রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Logo
Logo

বিনোদন

শাহ আলম সানির কথায়, কন্ঠ দিলেন আবু বকর সিদ্দিক 

প্রকাশিত: ২০২৫-০১-২৬ ২০:৫৮:০৮

News Image

জুয়েল রানা, স্টাফ রিপোর্টার
"বুকে প্রেমের ক্ষত" শিরোনামের একটি আধুনিক গান রিলিজ হয়েছে। গানটির কথা সাজিয়েছেন তরুণ গীতিকার শাহ আলম সানি। গানটি সুর ও কন্ঠ দিয়েছেন বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। 

 

গান প্রসঙ্গে শাহ আলম সানি বলেন, এটি আমার লেখা গানের মধ্য অন্যতম একটি আধুনিক গান। এই গানটা অনেকদিন আগের লেখা। এই গানে কন্ঠ দিয়ে আবু বকর সিদ্দিক আমাকে ধন্য করেছেন। আমার গীতিকার জনম সার্থক। 

গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক বলেন, শাহ আলম সানি নতুন হলেও লেখার মান অনেক ভালো। গানটি আমার পছন্দ হয়েছে তাই গেয়েছি।

 

সম্প্রতি গানটি রিলিজ হয়েছে আবু বকর সিদ্দিক মিউজিক মিডিয়া থেকে।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭