রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Logo
Logo

জাতীয়

বগুড়ায় সদর থানা থেকে লুট হওয়া দুটি আগ্নেয়াস্ত্র পুকুর থেকে উদ্ধার

প্রকাশিত: ২০২৫-০১-২৬ ২০:২৯:০৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে:
গত ৫ ই আগস্ট বগুড়া সদর থানা থেকে লুণ্ঠন হওয়া ২টি আগ্নেয়াস্ত্র পুকুরের মধ্য থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। অস্ত্র দুটির মধ্য একটি এলএমজি এবং একটি চায়না রাইফেল রয়েছে। অস্ত্র দুটি সদর থানা থেকে লুণ্ঠন হওয়া বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন।

প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম জনি জানান, আজ (২৬ জানুয়ারি রবিবার) বিকালে জমিতে কীটনাশক দিতে এসে পুকুরে পানি আনতে যান। সে সময় পুকুরের কাদামাটিতে অস্ত্র দুটির নল বের হয়ে থাকতে দেখি। তখন আমি আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসি।

 

প্রত্যক্ষদর্শী ঘোলাগাড়ি গ্রামের সার্থক হাসান জানান, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে অন্যান্যদের সাথে উপস্থিত হয়ে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবগত করেছি।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, ৯৯৯ ফোন পেয়ে আমি অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যাই এবং কাদামাটির মধ্যেও পাওয়া দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। দুটি অস্ত্রের গায়ে থাকা নাম্বার মিলিয়ে নিশ্চিত হয়েছি গত বছরের ৫ ই আগস্ট বগুড়া সদর থানার লুণ্ঠিত হওয়া অস্ত্রগুলোর মধ্য দুটি। পুকুরের মধ্য আরো অস্ত্র আছে কিনা সেটি জানার জন্য পুকুর সেচ করে তল্লাশী করার প্রক্রিয়া চলছে।
 





সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭