রবিবার ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: ২০২৫-০১-২৬ ২০:১৪:২৪
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে ছাত্রদল নেতার মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান আসামিসহ ২৬ জনের জামিন হয়েছে।
রবিবার (২৭ জানুয়ারি) টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্টে্রট সখীপুর আমলী আদালতে তাদের জামিন দেওয়া হয়। উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিব এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজিব বলেন, ছাত্রদলের মিথ্যা মামলায় ৩০ নেতার মধ্যে ২৬ জনের জামিন হয়েছে। অসুস্থতার কারণে চারজন আসামি আদালতে হাজির হতে পারেনি। আইনের সুবিচার পেয়েছি। এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
উল্লেখ্য, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও উপজেলা বিএনপির সভাপতির পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে গত ৯ ডিসেম্বর সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও মামলার বাদী নাঈম শিকদার গুরুতর আহত হন। ঘটনার ২৪ ঘণ্টা পর আহত ওই নেতা বাদী হয়ে সখীপুর থানায় এ মামলা করেন।