রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
প্রকাশিত: ২০২৫-০১-২৩ ১৪:৩০:১৭
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
টাঙ্গাইল দর্পণ আন্তর্জাতিক ডেস্ক:
ওয়াশিংটন, ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন গঠনের পর, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি জয়শঙ্কর।
বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।” তবে তিনি পরিষ্কার করে বলেন, এই বিষয়ে আরও কিছু জানানো সমীচীন হবে না। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের বৈঠকে এ বিষয়টি উঠেছিল।
জয়শঙ্কর আরও জানান, এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যতে কীভাবে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহায়তা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা যায় তা নিয়ে আলোচনা করা। এছাড়াও, তিনি বলেন যে, ট্রাম্প প্রশাসন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর অগ্রাধিকার দিচ্ছে এবং আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী একে সঙ্গতভাবে বলেন, "মার্কিন প্রশাসন ভারতীয় অভিবাসীদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে।
এদিকে, আগামী ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর ও দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।