শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Logo
Add Image

খেলাধুলা

মেয়েদের ফুটবল মাঠে গড়াচ্ছে আজ

ফুটবলে আর্জেন্টিনার মিশন শুরু

প্রকাশিত: ২০২৪-০৭-২৫ ১৮:০১:৫৩

News Image

অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যকার ম্যাচের একটি দৃশ্য। বুধবার রাতে প্যারিসে

প্যারিস অলিম্পিকের পর্দা উঠার দুইদিন আগেই শুরু হয়ে গেছে ছেলেদের ফুটবল। বুধবার রাতে শিরোপা পুরুদ্ধারের মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল মরক্কো। ছেলেদের পর আজ শুরু হচ্ছে মেয়েদের ফুটবলও।  

অলিম্পিকে মেয়েদের ফুটবলে সর্বশেষ আসরে স্বর্ণপদক জয়ের নজির গড়েছিল কানাডা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অলিম্পিকে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার অভিযান শুরু করবে কানাডা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। কানাডা-নিউজিল্যান্ড ছাড়াও, আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। যেখানে স্বাগতিক ফ্রান্সের মেয়েরা খেলবে কলম্ভিয়ার বিপক্ষে। রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

‘বি’ গ্রুপে জার্মানি-অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে রাত ১১টায়। একই গ্রুপে থাকা যুক্তরাষ্ট্র-জাম্বিয়া ম্যাচটি হবে রাত ১টায়। ‘সি’ গ্রুপে থাকা স্পেন-জাপানের ম্যাচ শুরু হবে রাত ৯টায়। একই গ্রুপের ব্রাজিল-নাইজেরিয়ার ম্যাচটি শুরু হবে ১১টায়। ফুটবলে এখন দাপট দেখাচ্ছে স্পেনের মেয়েরা। যে কারণে প্যারিসে এবার ফেভারিট মনে করা হচ্ছে মেয়েদের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। অন্যদিকে যুক্তরাষ্ট্র খেলবে নতুন কোচ এমা হায়েসের অধীনে। এই দুই দলের পাশাপাশি স্বর্ণপদক জয়ের সম্ভাবনা আছে জার্মানি এবং স্বাগতিক ফ্রান্সের।

প্যারিস অলিম্পিকে এবার বাড়তি নজর থাকবে ব্যালন ডি’অর জয়ী স্পেনের আইতানা বোনমাতি, ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা, কলম্বিয়ার প্রতিভাবান তারকা লিন্ডা কাইসেদো, ফ্রান্সের অভিজ্ঞ ডিফেন্ডার ওয়েন্ডি রেনার্ড এবং যুক্তরাষ্ট্রের সম্ভাবনাময়ী স্ট্রাইক সোফিয়া স্মিথকে।   মেয়েদের ফুটবলের স্বর্ণপদকের নিষ্পত্তি হবে ১০ আগস্ট। তার এক দিন আগে হবে ব্রোঞ্জের লড়াই। পিএসজির পার্ক দে প্রিন্সেসের পাশাপাশি আরও ৬ স্টেডিয়ামে হবে মেয়েদের ম্যাচগুলো। মেয়েদের ফুটবলে সর্বোচ্চ চারবার স্বর্ণপদক জয়ের রেকর্ড রয়েছে যুক্তরাষ্ট্রের। একবার করে চ্যাম্পিয়ন জার্মানি, কানাডা এবং নরওয়ে।

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭