শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

নানা আয়োজনে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ২০২৫-১০-০৫ ১৮:৪৮:৩৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

 

আজ ০২ অক্টোবর. ২০২৫ রোববার সকালে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়। র‌্যালিটি আদালত চত্ত্বর সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় তিনি বলেন, শিক্ষকদের হাতেই গড়ে উঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। প্রযুক্তি নির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে শিক্ষকদের একযোগে কাজ করতে হবে।  

 

জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭