শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, নিয়ম বদলাতে এসেছি: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২০২৫-০৭-০৬ ০২:২১:৫৩

News Image

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
৫ জুলাই, শনিবার দুপুরে বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা পুরোনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। রাজনীতির নিয়ম বদলাতে হবে। দেশের হাল ধরতে ভালো, গ্রহণযোগ্য ও যুবসমাজকে রাজনীতিতে নিয়ে আসতে হবে।”

 

‘কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেয়া হবে না। বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না’-উল্লেখ করেন নাহিদ ইসলাম।

 

জুলাই ঘোষণাপত্র নিয়ে টাল বাহানা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এই বগুড়ায় এসে বলতে চাই, জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণা পত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। 

 

নাহিদ ইসলাম আরও যোগ করে বলেন, “এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পণ্ড্রনগর সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। নানা কারণে বগুড়া বৈষম্যের শিকার হয়েছে। আমরা বলতে চাই, নাগরিকদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।”

 

২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থানে নিশ্চিতের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকের মত আচরণ করে তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মত।’ 

 

তিনি বলেন, যারা ১৮ সালের ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, ১৮ সালের ভোটে নির্বাচন কমিশনার ছিল, তাদের কী পরিণতি হয়েছিল? এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণ অভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান, ছাত্র-জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা ভুল করছেন।’ 

 

জুলাই-আগস্ট আর আহতদের যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার বলেও মন্তব্য করেন এনসিপির শীর্ষ এই নেতা।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭