শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রকাশিত: ২০২৫-০৭-০৪ ২২:২০:৩৮

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে রাবেয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

 

৩ জুলাই, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাবেয়া আক্তার গড়বাড়ি গ্রামের শহিদুল মিয়ার স্ত্রী।

 

প্রাথমিকভাবে জানা গেছে, রাবেয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন বিকেল আনুমানিক ৬টার দিকে বাড়ির লোকজন ঘরের পেছনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু টাঙ্গাইল নেওয়ার পথে রাবেয়ার মৃত্যু হয়।

 

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন দুপুরে কাউকে না জানিয়ে তিনি স্থানীয় বাজার থেকে তিনটি হারপিক (বিষ) কিনে আনেন। ধারণা করা হচ্ছে, তিনি ওই বিষ পান করেই আত্মহত্যা করেছেন।

 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭