শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৬-৩০ ২৩:০৮:৪৩
নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ওয়াকফকৃত জায়গায় মডেল মসজিদ নির্মাণ না করে সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৩০ জুন, সোমবার দুপুরে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে এলাকাবাসী ও মুসুল্লীগণ অভিযোগ করেন, ২০১৮ সালে নাগরপুরে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাবনা আসে ৪০ শতাংশ জায়গায় এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। নিয়ম অনুয়ায়ী কমপক্ষে ৪০ শতাংশ জায়গা ইসলামি ফাউন্ডেশনের নামে রেজিষ্ট্রেশন করে দেয়ার বিধান রয়েছে। সে অনুয়ায়ী নাগরপুর ৫নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের জমি ইসলামি ফাউন্ডেশনের নামে ওয়াকফ করে দেয়। এরপর সংসদ নির্বাচনে আহসানুল ইসলাম টিটু এমপি নির্বাচিত হলে মসজিদটি অন্যত্র নির্মাণের চেষ্টা করেন। কিন্তু শর্ত অনুযায়ী জায়গা পাওয়া না গেলে তা নির্মাণ করা সম্ভব হয়নি।
সম্প্রতি স্থানীয় কতিপয় বিএনপি নেতা নাগরপুর সরকারি কলেজ চত্বরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়। ভিত্তিফলক নির্মাণ করে টাঙ্গাইলের জেলা প্রশাসককে গত ২৬ জুন বৃহস্পতিবার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসক শরিফা হক তিনি ভিত্তিফলক উন্মোচন করেননি। এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মডেল মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জায়গা থাকা স্বত্বেও এভাবে কলেজ চত্বরে মসজিদ নির্মাণের বিষয়টি নাগরপুরের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং মেনেও নিচ্ছে না।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা এবং সরকারি কলেজে চত্বরে এভাবে মডেল মসজিদ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রস্তুাবিত মডেল মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য মো. তাজউদ্দীন, শিক্ষক মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় কলেজের শিক্ষার্থী শাহাদত হোসেন প্রমুখ।