শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৬-৩০ ১৯:৩৪:১১
জুয়েল রানা, বিশেষ প্রতিনিধি: প্রবাসে টাঙ্গাইলবাসীদের ঐক্য, সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রমে গতিশীলতা আনতে গঠিত টাঙ্গাইল জেলা সমিতি, ইউকে-র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
৯ জুন, রবিবার রাত ৯টায় লন্ডনে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্প্রতি যুক্তরাজ্যে প্রবাসী টাঙ্গাইলবাসীদের এক বিশেষ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইদুল হক (রাঙ্গা), এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুস সবুর তালুকদার (সাবু)।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: মো. নাজমুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর হুসাইন (আসাদ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল রহমান তালুকদার (মামুন), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, যুক্তরাজ্যে অবস্থানরত টাঙ্গাইল জেলার প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতেই তারা কাজ করে যাবেন। পাশাপাশি সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রবাসে টাঙ্গাইলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় সভায় উপস্থিত প্রবাসীরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।