শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৬-২৮ ১৯:২৩:৪৬
মোঃ সাইফুল্লাহ, মাগুড়া প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন, শনিবার দিনব্যাপী উপজেলার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসব মূখর পরিবেশে উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে ভোট গণনা শেষে জেলা নেতৃবৃন্দ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে চন্ডিখালি-কালিনগর ৪নং ওয়ার্ডে ১০৮ ভোটের মধ্যে উভয়ে ৫২ ভোট পেয়ে সিরাজুল ইসলাম ও আব্দুর রশিদ ৫২ ভোট পেয়ে এবং ৫ নং ওয়ার্ডের মোট ভোটার ৯৭ ভোটের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম ৪৬ ভোট পেয়ে ড্র হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামসুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, উপজেলা বি এন পি নেতা ইদ্রিস আলীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।