শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

বিনোদন

বিনোদন ডেস্ক

কোটির ক্লাবে আমিরের সিনেমা ‘সিতারে জামিন পার’

প্রকাশিত: ২০২৫-০৬-২৭ ২১:০৬:২২

News Image

তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর অনেকটাই আড়ালে ছিলেন বলিউডের এই সুপারস্টার। তবে এবার সেই হতাশা কাটিয়ে নতুন ছবি ‘সিতারে জামিন পার’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন তিনি।

গত শুক্রবার মুক্তি পায় ‘সিতারে জামিন পার’। মুক্তির প্রথম দিনেই ছবিটি দেশীয় বক্স অফিসে আয় করে ১০ কোটি ৭ লাখ রুপি। এরপর প্রতিদিনই ছবির আয় বেড়েছে। দ্বিতীয় দিনে ২০ কোটি ২ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২৫ লাখ, চতুর্থ ও পঞ্চম দিনে সমানভাবে ৮ কোটি ৫ লাখ করে রুপি আয় করেছে।

এই হিসেবে এখন পর্যন্ত শুধু ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি। অন্যদিকে, বিশ্বের অন্যান্য দেশে আয় মিলিয়ে ‘সিতারে জামিন পার’ ৫ দিনেই ১২৩ কোটি রুপি অর্জন করেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, ছবিটি মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই ছবিটি সানি দেওলের ‘জাট’ ছবির আয়ের রেকর্ডও অতিক্রম করবে।

আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি নিউরোডাইভারজেন্ট শিশুদের নিয়ে একটি দল গঠন করে তাদের প্রশিক্ষণ দেন। ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

সামাজিক বার্তা ও মানবিক আবেগে ভরপুর এই সিনেমাটি দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে, যা আমির খানের ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭