শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

নদীতে গোসল করতে গিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২০২৫-০৬-১১ ২০:২৩:৩৪

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে আত্মীয়বাড়ী বেড়াতে এসে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মৃত মোস্তফা শাহারিয়ার নেহাল (২২) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র । 

বুধবার দুপুরে দমকল বাহিনীর কর্মীরা ও তাহারা আত্মীয়-স্বজনের সহায়তায় পৌরশহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাট সংলগ্ন বৈরাণ নদী থেকে তার লাশ উদ্ধার করে।  নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে বাসিন্দা ঢাকা ওয়াশায় কর্মরত আঃ লতিফের ছোট ছেলে।  সে ঢাকার রামপুরা বসবাস করতেন। 

 

জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে বুধবার সকালে গোপালপুরে মামা আলী আকবরের বাড়ী মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসে নেহাল।  তার মামাত ভাই জিসানের সাথে দুপুরে সে নদীতে গোসল করতে নামে। পরে নদীর সাঁতার কাটার সময় দু’জনেই নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর সিজানকে জীবিত উদ্ধার করে।  পরে দমকলবাহিনীর কর্মীরা ও তার আত্মীয়-স্বজনরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭