শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

আন্তর্জাতিক

গাজার ছবি দেখলে যন্ত্রণায় আমার শরীর কুঁকড়ে যায়: গার্দিওলা

প্রকাশিত: ২০২৫-০৬-১১ ১৪:৩৪:৩১

News Image

পেপ গার্দিওলা

বিশ্ব ফুটবলের এক পরিচিত মুখ ও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর গণহত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, গাজার নিদারুণ পরিস্থিতি দেখে দেখে তিনি যন্ত্রণায় কুঁকড়ে গেছেন, ভয়ও পাচ্ছেন।

 

৫৪ বছর বয়সী গার্দিওলাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। সেই ডিগ্রি নিতে গিয়েই গভীর কণ্ঠে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথা বলেন। ফুটবল কৌশল নিয়ে আলোচিত এই কোচ ফিলিস্তিনি শিশুদের যন্ত্রণার কথা এবং বিশ্ববাসীকে এই অবিচারের বিরুদ্ধে চুপ না থাকার আহ্বান জানান।

 

গার্দিওলা বলেন, ‘গাজায় যা দেখছি, সেটি খুবই যন্ত্রণাদায়ক। যন্ত্রণায় আমার শরীর কুঁকড়ে যায়। আমি স্পষ্ট করেই বলতে চাই, এটা আর রাজনীতি বা মতাদর্শের বিষয় নয়, এটা মানবতার প্রশ্ন। আমি ঠিক নাকি আপনি ঠিক, ব্যাপারটা তেমন কিছুও নয়। এটা পুরোপুরিই জীবনকে ভালোবাসার, প্রতিবেশীর ভালোমন্দ দেখার বিষয়।’

 

গার্দিওলা আরও বলেন, প্রতিদিন সকালে যখন তিনি নিজের সন্তানদের দেখেন, তখন গাজার শিশুদের কথা মনে পড়ে যায়—যারা প্রতিদিনই জীবন হারাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, "যদি বিশ্ব চুপ করে থাকে, তাহলে আগামীকাল কার পালা?"

 

গার্দিওলার এই বক্তব্য শুধু কোনো নিন্দা ছিল না, বরং এটি ছিল নিস্তেজ বিবেককে জাগিয়ে তোলার এক আহ্বান।

 

তিনি জোর দিয়ে বলেন, "অবিচারের সামনে নীরবতা মানে হলো অত্যাচারীর পক্ষে থাকা। পৃথিবীর প্রতিটি মানুষ, যেখানে-ই থাকুক, তার দায়িত্ব রয়েছে—এই মানবিক বিপর্যয় থামাতে নিজের জায়গা থেকে কিছু না কিছু করা।"

 

ইহুদিবাদী ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে, যার লক্ষ্য ছিল হামাসকে ধ্বংস করা এবং ইসরাইলি বন্দিদের মুক্ত করা। তবে তারা এই লক্ষ্যে ব্যর্থ হয় এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি করতে বাধ্য হয়।

 

২০২৫ সালের ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এবং কিছু বন্দি বিনিময়ও হয়। কিন্তু এরপর ইসরাইল দ্বিতীয় ধাপের চুক্তিতে অংশ নিতে অস্বীকৃতি জানায় এবং ১৮ মার্চ ভোর থেকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় সামরিক আগ্রাসন আবার শুরু করে।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের থেকে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৫৪,৯২৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১,২৬,৬১৫ জন আহত হয়েছেন।#

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭