শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

গোপালপুর কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-০৬-০৯ ২০:৩৬:৪০

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।

 

মাদ্রাসার সভাপতি মারুফ হাসান রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন।

 

উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম, সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ঢাকা সুপ্রিম কোর্টের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ।

 

গোপালপুর আলিয়া অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মালেক মাদানি।

 

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ও সিটি ব্যাংকের সিনিয়র অফিসার মো. শাহালমের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের স্মৃতি স্মরণ করেন। পরে ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও আবাবিল শিল্পীগোষ্ঠীর জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিল্পীরারা।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭