শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

বিনোদন

পড়াশোনা, শুটিং আর পরিকল্পনার নতুন মোড়কে দীঘি

প্রকাশিত: ২০২৫-০৫-২৪ ০০:২০:৫২

News Image

টাঙ্গাইল দর্পণ বিনোদন ডেস্ক:
শৈশবে বিজ্ঞাপনের পর্দায় দেখা দিয়ে দেশের দর্শকের মন জয় করেছিলেন যিনি, তিনিই আজ ঢালিউডের ব্যস্ত এক অভিনেত্রী। প্রার্থনা ফারদিন দীঘি-নতুন প্রজন্মের একজন সম্ভাবনাময় শিল্পী, যিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে একটি রোমান্টিক গানের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়ে দিয়েছিলেন তিনি, এবার আসছেন থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম নিয়ে।

 

শুক্রবার এক সাক্ষাৎকারে দীঘি জানান, ‘হাইড অ্যান্ড সিক’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ তিনি ইতিমধ্যেই শেষ করেছেন। এটি দীপ্ত টিভিতে মুক্তির অপেক্ষায় রয়েছে। থ্রিলার ধাঁচের এই কাহিনি দর্শকদের চমকে দেবে বলেই আশাবাদী তিনি। যদিও এ মুহূর্তে অন্য যেসব প্রজেক্টে কাজ করছেন, সেগুলো নিয়ে বিস্তারিত বলার অনুমতি তার নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

শুধু অভিনয় নয়, পড়াশোনাতেও দীঘি সমান মনোযোগী। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত। সদ্য শেষ করেছেন সপ্তম সেমিস্টার, শুরু করেছেন অষ্টম। এ প্রসঙ্গে দীঘি বলেন, “আর চারটা সেমিস্টার বাকি। দেড় বছরের মতো সময় লাগবে হয়তো পড়াশোনা শেষ করতে। এরপর চিন্তা করবো কোথায় পোস্ট গ্রাজুয়েশন করবো।”

 

সম্প্রতি দীঘির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে আগের চেয়ে অনেক স্লিম মনে হয়। ফলে নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-তিনি কি ওজন কমিয়েছেন? তবে দীঘি স্পষ্ট করে জানালেন, “ওটা আগের ছবি। এখন বরং কিছুটা ওজন বেড়েছে।”

 

নায়িকা হিসেবে দীঘির বড় পর্দায় অভিষেক হয় ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে, যেটি মুক্তি পায় ২০২১ সালে। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার পেছনে আছে চলচ্চিত্রশিল্পী বাবা-মায়ের রক্ত-দোয়েল ও সুব্রত চক্রবর্তীর মেয়ে তিনি। শিশু বয়সেই ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৬ সালে।

 

অভিনয়, লেখাপড়া আর ভবিষ্যতের পরিকল্পনা-সব মিলিয়ে দীঘির দিনযাপন এখন ভীষণ ব্যস্ত এবং নানা মাত্রায় সমৃদ্ধ। নতুন চরিত্র, নতুন গল্প আর নতুন মাধ্যম-দর্শকদের জন্য হয়তো অপেক্ষা করছে আরও চমকপ্রদ কিছু।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭