বৃহস্পতিবার ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ভূঞাপুরে

প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

প্রকাশিত: ২০২৫-০৫-১৬ ১৯:৩৪:৪৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার পৌর শহরের মুশারফ স্যার রেখা কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাহরিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, ইবরাহীম খাঁ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মির্জা মহীউদ্দীন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাংবাদিক আখতকর হোসেন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, সমাজসেবক খায়রুজ্জামান ভূইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ধারাবাহিকতায় এবারের এ আয়োজন। এতে ১০০ কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানসহ সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭