শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

Logo
Add Image

বিনোদন

সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা

প্রকাশিত: ২০২৫-০৫-১৪ ২৩:৫৭:৩১

News Image

 টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক: 
চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড, অফ শোল্ডার গাউন।

 

২০২৫ সালের ‘কান চলচ্চিত্র’ উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ফ্রান্স ফ্যাশনের শহর, সে দেশে গিয়ে নিজেকে একটু অন্যভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার সেই চেষ্টার ফল হল তিক্ত। এদিন অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ কিন্তু উর্বশীর সাজ মনে ধরল না অনুরাগীদের। 

 

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে একের পর এক কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন। প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসব হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি প্রতি বছর মে মাসে ফ্রান্সের ‘কান’ শহরে অনুষ্ঠিত হয়। উৎসবটি ১৯৪৬ সালে শুরু হয় এবং তখন থেকেই এটি বিশ্ব চলচ্চিত্রের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে। 

 

এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয় এবং প্রতিযোগিতার মাধ্যমে সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কৃত করা হয়। ১৩ মে থেকে শুরু হয়েছে এ উৎসব যা আগামী ১০দিন চলবে।
 

Logo
Logo





Logo
Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭