রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১

Logo
Logo

আরও

ব্যাংকে চাকরির পাশাপাশি গবেষণা করেন রেজোয়ানুল হাসান

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
গবেষণা হলো সমাজের জটিল সমস্যাগুলোর মূল কারণ চিহ্নিত করে এবং সেগুলোর সমাধানের পথ দেখানোর বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। টাঙ্গাইলের গোপালপুরের ন্যাশনাল ব্যাংক শাখায় অফিসার পদে কর্মরত থাকার পাশাপাশি নতুন আবিষ্কারের নেশায় মগ্ন রেজোয়ানুল হাসান।

 

অবসর পেলেই বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছে মানুষের কাছে তার গবেষণা গুলোর প্রদর্শনী করেন।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে, গোপালপুর গোহাটা সংলগ্ন তেমনি এক প্রদর্শনীর আয়োজন করেন তিনি।

 

তার উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে ‘হ্যাপি ভিলেজ’ যেখানে তিনি স্বপ্ন দেখেন রাষ্ট্রের শত ভাগ মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি, জিরো কার্বন নিসরন প্রকল্প, ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং, অগ্নি নির্বাপক বিল্ডিং ও অবকাঠামো নির্মাণ, যুদ্ধ বিমান নিরাপদে ল্যান্ডিং প্রযুক্তি, গরিবের ক্রেং, নিরাপদ জাহাজ ও উড়োজাহাজ, তার বানানো জিনিয়াস টেবিল মহাবিশ্ব থেকে সমগ্র পৃথিবীর সবকিছুই প্র্যাকটিক্যাল শিখতে পারে শিক্ষার্থীরা। এছাড়াও তিনি দাবি করেন, অর্থনীতির উন্নয়ন ও ব্যাংকিং সেক্টরের জন্য গবেষণা আছে তার। পদার্থ বিজ্ঞান, ভূগোল ও জ্যেতিবিজ্ঞান শাখায় গবেষণা রয়েছে তার। 

তিনি আরো জানান, বিজ্ঞানী নিউটন ও বিজ্ঞানী আইনস্টাইনের গবেষণা প্রকল্প থেকে পৃথিবী ও মহাবিশ্বকে তিনি অন্যভাবে চিন্তা করেছেন। প্রমান করেছেন পৃথিবী ও মহাবিশ্ব দুটি আলাদা বিষয় এবং এই মহাবিশ্বের জন্য তিনি একটি ইকুয়েশন এর গবেষণা করছেন, তার আবিষ্কৃত সমীকরন হচ্ছে এলএফ=ই,এম,এনজি. বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস ও গ্রেগরি ক্যালেন্ডার ব্যবহার করে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্প উদ্ভাবন করেছেন এবং শত শত প্রশ্নের সমাধান করেছেন। গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এআই, চতুর্থ শিল্পবিপ্লব ও গুণগত শিক্ষা। 


তার দাবি, সামান্য সুযোগ পেলে বাংলাদেশকে দ্রুতই উন্নত বিশ্বের দেশে পরিণত করতে সক্ষম হবেন। এজন্য সবার কাছে সার্বিক সহযোগীতা কামনা করেন গবেষক।

 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সাখুয়া ইন্দ্রপুর গ্রামের মৃত মোঃ আব্দুল গফুর তালুকদারের ছেলে রেজোয়ানুল হাসান ৬ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি।
 

পুষ্পিত সৌন্দর্যের কবি শেখ সাদী

প্রকাশিত: ২০২৫-০২-১৪ ২১:০৩:৩৮

এক টুকরো গোশত : সুপ্ত রায়হান সজিব 

প্রকাশিত: ২০২৫-০২-০৮ ২২:৩৬:০১

আকসার ঐ আবাবিল: সুপ্ত রায়হান সজীব

প্রকাশিত: ২০২৫-০২-০৭ ১৫:২২:১০

ফারুকের উপর হামলায় মুসলিম লীগের নিন্দা

প্রকাশিত: ২০২৫-০১-০৫ ২৩:৫৭:০৬

মুসলিম লীগের ১১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশিত: ২০২৪-১২-২৯ ১৭:৫৩:২৮

রক্তের গ্রুপ: কে কাকে রক্ত দিতে পারবে?

প্রকাশিত: ২০২৪-১২-২৬ ০০:৩৮:২০

সর্বশেষ

জনপ্রিয়

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭