রবিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২৪ এর উত্তীর্ণদের অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়েছে।
জানা যায়, বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০টি বিদ্যালয়ের ৭শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সুপার ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত পাকুয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী নওশীন তাবাসসুম ও নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তারকে স্বর্নপদক, স্কলারশীপ ক্যাপ গাউন, সার্টিফিকেট ও নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৭ম শ্রেণীর ৫জন ও ৮ম শ্রেণীর ৫জনকে নগদ ৪হাজার টাকা, সার্টিফিকেট, টি-শার্ট এবং সাধারণ গ্রেডে ৪০জন শিক্ষার্থীকে নগদ ৩হাজার টাকা, সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাফলাবাড়ী ফাতেমা-মকবুল মডেল এতিমখানা মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, যুবদলের সাবেক প্রচার সম্পাদক করিম সরকার, গোপালপুর উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীনসহ শিক্ষক, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সঞ্চালনায় ছিলেন অত্র ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদ।