মিরপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, এখনও শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা
মিরপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, এখনও শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা
বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার মাঠে নামে দুই দল। গতকাল শনিবার লাঞ্চ বিরতির পর ৫০ মিনিট খেলা হয় এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
ক্রীড়া প্রতিবেদকবাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে রোববার মাঠে নামে দুই দল। গতকাল শনিবার লাঞ্চ বিরতির পর ৫০ মিনিট খেলা হয় এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আবারো মাঠে গড়ায় খেলা। তবে আলো সল্পতার কারণে নির্ধারিত সময়ে আগেই প্রথম দিনের খেলা শেষ করতে বাধ্য হয় ম্যাচ অফিসিয়ালরা।
যেহেতু মেঘলা আবহাওয়ার কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আগে দিন শেষ হয় তাই সিদ্ধান্ত হয় টেস্টের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে। সে অনুযায়ী দ্বিতীয় দিনের খেলা শুরুর কথা ছিলো রোববার সকাল সাড়ে নয়টায়।
কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রোববার সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি। এই প্রতিবেদন লেখার সময় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি থামলে কভার সরিয়ে মাঠ প্রস্তুত করে খেলা শুরু করা হবে।
বাংলাদেশ জার্নাল/ আইএইচ/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/183853/মিরপুরে-গুঁড়িগুঁড়ি-বৃষ্টি-এখনও-শুরু-হয়নি-দ্বিতীয়-দিনের-খেলা