নাজিরা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস

নাজিরা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস

নাজিরা বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধস

ফায়ার সার্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি ধসে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের সদস্যরা।

ফায়ার সার্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পরে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184812/নাজিরা-বাজারে-গ্যাস-সিলিন্ডার-বিস্ফোরণে-ভবন-ধস