খোকসায় নির্বাচনী সহিংসতায় থানায় ৬ মামলা

খোকসায় নির্বাচনী সহিংসতায় থানায় ৬ মামলা

খোকসায় নির্বাচনী সহিংসতায় থানায় ৬ মামলা

কুষ্টিয়ার খোকসায় আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলায় প্রতিনিয়ত চলছে নির্বাচনী সহিংসতা। ইতিমধ্যে এ উপজেলায় নির্বাচনী সহিংসতায় থানায় ছয় মামলা হয়েছে। এ ছয়টি মামলায় ১০৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত রয়েছে ৬৮ জন আসামি। দলীয় আধিপত্য বিস্তার এবং একে অপরের প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন কার্যকলাপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

 

কুষ্টিয়ার খোকসায় আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলায় প্রতিনিয়ত চলছে নির্বাচনী সহিংসতা। ইতিমধ্যে এ উপজেলায় নির্বাচনী সহিংসতায় থানায় ছয় মামলা হয়েছে। এ ছয়টি মামলায় ১০৩ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত রয়েছে ৬৮ জন আসামি। দলীয় আধিপত্য বিস্তার এবং একে অপরের প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন কার্যকলাপে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন।

এসব ঘটনায় খোকসা থানার পুলিশের অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, নির্বাচনী সহিংসতায় গত নভেম্বর মাসের ২৬ তারিখে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পৃথক দুটি মামলা করা হয়। দুই মামলায় মোট ৬৭ জনসহ অজ্ঞাত ১৬ জনকে আসামি করা হয়েছে। চলতি মাসের ৯ তারিখে ১ নম্বর খোকসা ইউনিয়নে সহিংসতায় দুটি মামলায় ১৬ জনকে এজাহারনামীয়সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।

সর্বশেষ গোপগ্রাম ইউনিয়নের ৯ ডিসেম্বর একই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এ দুটি মামলায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়।

এদিকে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অথবা মেম্বার পদপ্রার্থী তাঁর প্রতিদ্বন্দী প্রার্থীর সঙ্গে একে অপরের হুমকি-ধমকি, পোস্টার ছেঁড়াসহ নানাবিধ ঘটনা ঘটছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য এক চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে করার জন্য আইনশৃঙ্খলার অবনতি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ আশিকুর রহমান বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে খোকসা থানার পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184680/খোকসায়-নির্বাচনী-সহিংসতায়-থানায়-৬-মামলা