আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে তারুণ্যের অঙ্গীকার
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে তারুণ্যের অঙ্গীকার
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার ঢাকা বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদকজাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) কর্তৃক যৌথভাবে আয়োজিত "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য" ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের ২২,০০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেছে।
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার ঢাকা বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হল, দেশের তরুণ প্রজন্মকে জ্ঞানের মাধ্যমে ক্ষমতায়িত করে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোভাব ও আত্ম-দক্ষতা তৈরি করা। তিন মাসব্যাপী ক্যাম্পেইনের মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ, তরুণ সমাজের সাথে জাতীয় সংসদের আট সদস্যের আলোচনা পর্ব "সম্ভাবনার সংলাপ", নির্বাচিত ৮০ জন তরুণ-তরুণীর জন্য একটি মেন্টরশিপ প্রোগ্রাম, আটটি বিভাগীয় আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আটটি বিভাগীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা এবং বিভাগীয় রাউন্ডের বিজয়ীদের সাথে জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় এবং আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। ঢাকা বিভাগের চূড়ান্ত পর্বের এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম বিশ্লেষক (গভর্ন্যান্স) মো. মোজাম্মেল হক এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ডা. আব্দুন নূর তুষার। মো. মোজাম্মেল হক বলেন, শুধু সরকার ও রাষ্ট্র নয়, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নাগরিকদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি থাকলে একজন ব্যক্তি ব্যক্তিগত বাধার সম্মুখীন হবে। বাংলাদেশের উন্নতির জন্য তো বটেই, পাশাপাশি ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা করতে হলেও আমাদের একসাথে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/other/184383/আন্তর্জাতিক-দুর্নীতি-বিরোধী-দিবসে-তারুণ্যের-অঙ্গীকার