যে দেশ থেকে ফিরেছেন ওমিক্রন শনাক্ত দুই খেলোয়াড়
যে দেশ থেকে ফিরেছেন ওমিক্রন শনাক্ত দুই খেলোয়াড়
বাংলাদেশে প্রথমবারের মত দুইজনের দেহে করোনা ভাইরাসের নতুন ধরন কোভিড-১৯ ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে৫৮।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশে প্রথমবারের মত দুইজনের দেহে করোনা ভাইরাসের নতুন ধরন কোভিড-১৯ ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয়েছে।
গতকাল শনিবার স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটারের দেহে কোভিড-১৯ ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে। তারা (ক্রিকেটাররা) সম্প্রতি জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন। সংক্রমিত দুই ক্রিকেটারই নগরীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। তাদের একজনের বয়স ২১ বছর এবং অপরজনের বয়স ৩০ বছর।
এর আগে চলতি বছরের ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা ওমিক্রন নামের একটি নতুন কোভিড-১৯ ধরন শনাক্ত করেন যা একাধিক মিউটেশনে হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি আবিষ্কৃত কোভিড-১৯ এর প্রথম শনাক্ত বি.১.১.৫২৯ স্ট্রেন কোভিডের একটি উদ্বেগজনক ধরন হতে পারে। সূত্র- বাসস
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184586/যে-দেশ-থেকে-ফিরেছেন-ওমিক্রন-শনাক্ত-দুই-খেলোয়াড়