বাগেরহাটে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটে দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রাম থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। 

জনি শেখ (১৮) ও নাহিদা আক্তার (১৬) দম্পতি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, মঙ্গলবার সকালে জনি ও তার স্ত্রী নাহিদা ঘুম থেকে ওঠে যে যার কাজ করছিলেন। জনির মা পাশের বাড়িতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে তারা দুজন টিনশেডের ঘরের আড়ায় পাশাপাশি রশি দিয়ে গলায় ফাঁস দেন। অল্প কিছুক্ষণের মধ্যে জনির মা বাড়িতে ফিরে ছেলের ঘরে গিয়ে দেখেন তারা দুজন ঘরের আড়ায় ঝুলে আছে। 

তিনি প্রতিবেশীদের ডেকে দ্রুত গলায় ফাঁস দেয়া রশি খুলে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে এই দম্পতির বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184158/বাগেরহাটে-দম্পতির-ঝুলন্ত-মরদেহ-উদ্ধার