জুরাইনে জুতার কারখানায় আগুন
সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
জুরাইনে জুতার কারখানায় আগুন
রাজধানীর জুরাইনে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে শ্যামপুরের জুরাইনের আদ-দ্বীন হাসপাতালের পাশের কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর জুরাইনে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে শ্যামপুরের জুরাইনের আদ-দ্বীন হাসপাতালের পাশের কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানান ডিউটি অফিসার।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184684/জুরাইনে-জুতার-কারখানায়-আগুন