ঢাবিতে হল প্রতিনিধিদের ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি
ঢাবিতে হল প্রতিনিধিদের ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি
বিবাহিত মেয়েদের হলে থাকার বিধিনিষেধ বাতিলসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন হল প্রতিনিধিরা।
ঢাবি প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিবাহিত মেয়েদের হলে থাকার বিধিনিষেধ বাতিলসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন হল প্রতিনিধিরা।
সোমবার ঢাবির শামছুন্নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমি এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, আমরা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ৪ দফা দাবিনামা সম্বলিত চিঠি দিয়েছি। এসময় মেয়েদের পাঁচটি হলের প্রতিনিধিরা ছিলেন বলেও জানান তিনি।
দাবিগুলো হলো-
(১) বিবাহিত মেয়েদের হলে থাকার বিষয়ে যে বিধিনিষেধ এবং তাদের জন্য যে প্রচলিত নিয়ম তা বাতিল করতে হবে;
(২) শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্যাদা রক্ষার্থে সকল ছাত্রী হলে লোকাল গার্জিয়ান বা স্থানীয় অভিভাবকের পরিবর্তে ইমার্জেন্সি কন্টাক্ট বা জরুরি যোগাযোগ শব্দটি রাখতে হবে;
(৩) আবাসিক শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারা যেকোনও ধরনের হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে;
(৪) শিক্ষা কার্যক্রম চলমান থাকা সাপেক্ষে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল করতে হবে এবং জরুরি প্রয়োজনে তাদেরকে হলে অবস্থান করতে দিতে হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/184811/ঢাবিতে-হল-প্রতিনিধিদের-৪-দফা-দাবিতে-উপাচার্য-বরাবর-চিঠি