চলতি সপ্তাহেই কমবে তাপমাত্রা

চলতি সপ্তাহেই কমবে তাপমাত্রা

চলতি সপ্তাহেই কমবে তাপমাত্রা

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুহুল কুদ্দুস একথা জানান।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলা পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল। ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রায় এসেই পড়েছে।  গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে এখনও তেমনটা দেখা যায়নি। তবে চলতি সপ্তাহের দু-তিন দিন পর থেকে সারাদেশেই তাপমাত্রা কমবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে। 

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুহুল কুদ্দুস একথা বলেন। 

তিনি বলেন, এখন দিনে তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। তবে আগামী দু-তিন দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। তবে দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই।

শিগগিরই শৈত্যপ্রবাহ হতে পারে কি না- জানতে চাইলে এ আবহাওয়াবিদ বলেন, আগামী কয়েকদিনে শৈত্যপ্রবাহ নামছে না। আবহাওয়া অধিদপ্তর অবশ্য ডিসেম্বরের শেষভাগে শৈত্যপ্রবাহের আভাস দিয়ে রেখেছে।      

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে, সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184485/চলতি-সপ্তাহেই-কমবে-তাপমাত্রা