‘ওমিক্রন’ ঠেকাতে নিউইয়র্কে দেড় মাসের জরুরি অবস্থা ঘোষণা
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
‘ওমিক্রন’ ঠেকাতে নিউইয়র্কে দেড় মাসের জরুরি অবস্থা ঘোষণা
প্রবাসীসহ সকল নাগরিকদের জন্য ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। যা বহাল থাকবে নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।
প্রবাস
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ ঠেকাতে প্রায় দেড় মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোছুল জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
জানা গেছে, প্রবাসীসহ সকল নাগরিকদের জন্য ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। যা বহাল থাকবে নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার এই ধরনটির মাধ্যমে নতুন করে সংক্রমণ বিস্তারের ঝুঁকি রয়েছে। ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
উল্লেখ্য, ‘ওমিক্রন’ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে ধরা পড়েছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ও বেলজিয়ামে এ ধরন শনাক্ত হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/183923/ওমিক্রন-ঠেকাতে-নিউইয়র্কে-দেড়-মাসের-জরুরি-অবস্থা-ঘোষণা