জলবায়ু সহনশীল শস্য উৎপাদনে ঢাবিতে গ্রীনহাউজ উদ্বোধন
জলবায়ু সহনশীল শস্য উৎপাদনে ঢাবিতে গ্রীনহাউজ উদ্বোধন
পরিবর্তিত জলবায়ু সহনশীল শস্য উৎপাদনে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবনির্মিত ‘গ্রীনহাউজ’ এর উদ্বোধন করা হয়েছে।
জবি প্রতিনিধি
পরিবর্তিত জলবায়ু সহনশীল শস্য উৎপাদনে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবনির্মিত ‘গ্রীনহাউজ’ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বোটানিক্যাল গার্ডেন চত্ত্বরে এই গ্রীনহাউজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এটির অর্থায়ন করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রীনহাউজ স্থাপন প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্য আমাদের বিকল্প চিন্তা হিসেবে গ্রীনহাউজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত গ্রীনহাউজে পরিচালিত গবেষণার সুফল সারা দেশের মানুষ ভোগ করবে এবং এটি দেশের খাদ্য ঘাটতি পূরণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য আখতারুজ্জামান নবনির্মিত এই গ্রীনহাউজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের এক অনন্য সংযোজন হিসেবে উল্লেখ করে বলেন, মৌলিক গবেষণার মাধ্যমে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রত্যয় বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রীনহাউজটি যথাযথভাবে রক্ষণাবেক্ষন ও এর সর্বোত্তম ব্যবহারের জন্য তিনি শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রেজাউল হক বক্তব্য রাখেন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/184679/জলবায়ু-সহনশীল-শস্য-উৎপাদনে-ঢাবিতে-গ্রীনহাউজ-উদ্বোধন