কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
বাংলাদেশ
পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো. আরফান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরফান উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের মো. সোহেল খানের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়।
ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. চিন্ময় হাওলাদার জানান, শিশুটিতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ।
নিহত আরফানের চাচা আবু সালেহ জানান, শিশুটিতে প্রথমে আশে পাশের বাসা-বাড়ীতে খুঁজে না পেয়ে পুকুরে খুজেঁ পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর পরই তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/185151/কলাপাড়ায়-পানিতে-ডুবে-শিশুর-মৃত্যু