দাঁতের চিকিৎসায় ডা. ফারজানা বাশার

দাঁতের চিকিৎসায় ডা. ফারজানা বাশার

দাঁতের চিকিৎসায় ডা. ফারজানা বাশার

দাঁত অমূল্য সম্পদ, যার দাঁত নেই কেবল সেই বোঝে দাঁতের মর্ম। দাঁতের সাহায্যে মানুষ খাদ্যবস্তু চর্বণ করে থাকে। চর্বণ ক্রিয়ার সময় মুখ হতে লালা রস বের হয়ে খাদ্যদ্রব্যের সঙ্গে মিশে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। দাঁত সৌন্দর্যের অঙ্গ/দন্তহীন ব্যক্তিরা স্পষ্ট কথা বলতে পারে না এবং তাদের মুখের শ্রী নষ্ট হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

 

দাঁত অমূল্য সম্পদ, যার দাঁত নেই কেবল সেই বোঝে দাঁতের মর্ম। দাঁতের সাহায্যে মানুষ খাদ্যবস্তু চর্বণ করে থাকে। চর্বণ ক্রিয়ার সময় মুখ হতে লালা রস বের হয়ে খাদ্যদ্রব্যের সঙ্গে মিশে পরিপাক ক্রিয়ায় সাহায্য করে। দাঁত সৌন্দর্যের অঙ্গ/দন্তহীন ব্যক্তিরা স্পষ্ট কথা বলতে পারে না এবং তাদের মুখের শ্রী নষ্ট হয়ে যায়।

সুস্থ ও সুন্দর দাঁত এবং স্বাস্থ্যকর মাড়ি নিশ্চিত করতে নিয়মিত ডেন্টাল চেক আপ করুন। অন্যথায় আক্রান্ত হতে পারেন যে কোন জটিল এবং কঠিন রোগে। আপনার দাঁত ও মাড়ি সম্পর্কিত যে কোন সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন।

দাঁতের যেকোনো সমস্যায় ডা. ফারজানা বাশার সিনথিয়ার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ডা. ফারজানা বাশার সিনথিয়া বিডিএস (চট্টগ্রাম মেডিকেল কলেজ), বিসিএস স্বাস্থ্য, এমএস। (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। চেম্বার; ডেন্টাল সলিউশনস বাই ডা. ফারজানা; হাউজ ১২০, রোড ১, বনানী, ঢাকা। বনানী চেয়ারম্যান বাড়ি মাঠের পাশে। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টা হতে রাত ৯ টা পর্যন্ত পরামর্শ দিয়ে থাকেন।

সুস্থ দাঁত, সুন্দর হাসি। দাঁতের যত্ন নিন, সুস্থ থাকুন।

বাংলাদেশজার্নাল/এমজে/একে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/health/184585/দাঁতের-চিকিৎসায়-ডা.-ফারজানা-বাশার