টাটার কর্মীরা ‘২৫/২৫’ মডেলে কাজ করবেন

টাটার কর্মীরা ‘২৫/২৫’ মডেলে কাজ করবেন

টাটার কর্মীরা ‘২৫/২৫’ মডেলে কাজ করবেন

২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক চতুর্থাংশ, অর্থাৎ দিনে ৬ ঘণ্টা সময় অফিসের জন্য দিতে হবে কর্মীদের। সংস্থাটির তরফে বলা হয়েছে— এটা ‘২৫/২৫ মডেল’...

আন্তর্জাতিক ডেস্ক

অফিসে কর্মীদের কাজের চাপ সামলাতে সব সূত্রের ইতি টানতে চলেছে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কন্‌সাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস)। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র এক চতুর্থাংশ, অর্থাৎ দিনে ৬ ঘণ্টা সময় অফিসের জন্য দিতে হবে কর্মীদের। সংস্থাটির তরফে বলা হয়েছে— এটা ‘২৫/২৫ মডেল’।

টিসিএস কর্তৃপক্ষ মহামারি করোনাভাইরাসের কারণে আগেই সিদ্ধান্ত নিয়েছিল, আগামী পাঁচ বছর মাত্র ২৫ শতাংশ কর্মী অফিসে এসে কাজ করবেন। বাকি ৭৫ শতাংশ কাজ করবেন বাড়ি থেকেই। ২০২৫ সাল পর্যন্ত এই নিয়ম চালু রাখার কথা জানায় সংস্থাটি। 

টিসিএস মনে করছে, উৎপাদনশীলতা ১০০ শতাংশ সচল রাখতে এর বেশি সংখ্যক কর্মীকে অফিসে আনার প্রয়োজন নেই।

তথ্যপ্রযুক্তির এই সংস্থাটি দাবি, কাজের সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্তও ২৫/২৫ মডেলেরই অংশ।

টিসিএস মুখপাত্র জানায়, এখন আমাদের ৫ শতাংশ সহকর্মী অফিসে বসে কাজ করছেন। চলতি বছরের শেষে আরও বেশি সংখ্যক কর্মীদের অফিসে এসে কাজ করার বিষয়ে উৎসাহিত করা হবে। তারপর আমরা ২৫/২৫ মডেল কার্যকর করব। 

উল্লেখ্য, অতিরিক্ত সময় অফিসে থাকায় কর্মীদের মানসিক অবসাদ, স্বাস্থ্যহানি, কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো অনেক সমস্যা ঘটতে পারে বলে নানা সমীক্ষায় উঠে এসেছে। সেদিকে লক্ষ্য রেখেই টিসিএস কর্তৃপক্ষের নতুন এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/181813/টাটার-কর্মীরা-২৫/২৫-মডেলে-কাজ-করবেন