৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের চকরিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মিজানুর রহমান (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)।
বাংলাদেশ
কক্সবাজার প্রতিনিধিকক্সবাজারের চকরিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মিজানুর রহমান (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)।
আটক মিজানুর রহমান উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলী এলাকার মৃত ইসলামের ছেলে।
সোমবার দিবাগত রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
র্যাব কর্মকর্তা জানান, সোমবার র্যাব ১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে, চট্টগ্রাম হতে ট্রাকযোগে মাদক কারবারীরা বিপুল পরিমাণ গাঁজাসহ কক্সবাজারের দিকে আসছে। এ সংবাদে চকরিয়া থানার চকরিয়া ডিগ্রী কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়।
এসময় তার গাঁজা বহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করে,দীর্ঘদিন যাবত সে চট্টগ্রাম হতে কক্সবাজারে গাঁজা পাচার করে আসছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181691/৩০-কেজি-গাঁজাসহ-মাদক-কারবারি-আটক