গণআন্দোলনের মুখে সুদানের জান্তা সরকার পিছু হটলো

গণআন্দোলনের মুখে সুদানের জান্তা সরকার পিছু হটলো

গণআন্দোলনের মুখে সুদানের জান্তা সরকার পিছু হটলো

সুদানে গণআন্দোলনের মুখে বেসামরিক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুককে ক্ষমতায় পুনর্বহাল করতে রাজি হয়েছে দেশটির ক্ষমতা নেয়া সামরিক জান্তা।

আন্তর্জাতিক ডেস্ক

সুদানে গণআন্দোলনের মুখে বেসামরিক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুককে ক্ষমতায় পুনর্বহাল করতে রাজি হয়েছে দেশটির ক্ষমতা নেয়া সামরিক জান্তা।

রোববার সুদানের উম্মাহ পার্টির প্রধান ফাজলুল্লাহ বুর্মা নাসির গণমাধ্যমকে এ তথ্য জানান।

গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা অবসানের লক্ষ্যে বিরোধী পক্ষের সঙ্গে এই চুক্তি করে জান্তা সরকার।

পার্স টুডের খবরে বলা হয়, সুদানের রাজনৈতিক সংগঠনগুলো, সাবেক বিদ্রোহী গোষ্ঠী এবং সামরিক নেতৃত্বের মধ্যে সমঝোতার পর প্রধানমন্ত্রীকে ক্ষমতায় পুনর্বহালের চুক্তি সম্পন্ন হয়। এর আগে প্রধানমন্ত্রী হামদুকের মুক্তির দাবিতে গণতন্ত্রপন্থী বিপুল সংখ্যক মানুষ সুদান জুড়ে বিক্ষোভ করেন। এই বিক্ষোভে সেনাবাহিনীর হাতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

এর আগে গত ২৫ অক্টোবর জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক ক্যু’র মাধ্যমে সুদানের ক্ষমতা দখল করেন এবং প্রধানমন্ত্রী হামদুককে গৃহবন্দী করেন। 

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/182384/গণআন্দোলনের-মুখে-সুদানের-জান্তা-সরকার-পিছু-হটলো