সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক খুন
সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রিকশাচালক খুন
সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহেল হোসেন (৩০) নামের এক রিকশাচালক খুন...
সাভার প্রতিনিধিসাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহেল হোসেন (৩০) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাভারের মধ্যরাজাশন এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সোহেল নীলফামারীর জলঢাকা থানার পাঠানপাড়া গ্রামের মোকছেদুলের ছেলে। তিনি সাভারের মধ্য রাজাশন এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
পুলিশ জানিয়েছে, সোহেলকে ফোন করে কেউ একজন ডেকে নেয়। সন্ধ্যায় রিকশার ওপরেই কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার তলপেটে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182262/সাভারে-দুর্বৃত্তের-ছুরিকাঘাতে-রিকশাচালক-খুন