দেশে ফিরেছেন সেনাপ্রধান শফিউদ্দিন

দেশে ফিরেছেন সেনাপ্রধান শফিউদ্দিন

দেশে ফিরেছেন সেনাপ্রধান শফিউদ্দিন

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়

নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে গত বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরব আমিরাত সফরকালে তিনি সেখানকার চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দু'দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয়ে মত বিনিময় করেন।

সফরকালে সেনাপ্রধান দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুবাই এয়ার শো- ২০২১ পরিদর্শন করেন। তিনি প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন বলে আইএসপিআর জানায়।

এ সফরের মাধ্যমে দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সহযোগিতার সম্ভাবনা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সরকারি সফরে সেনাপ্রধান আরব আমিরাতে যান।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182139/দেশে-ফিরেছেন-সেনাপ্রধান-শফিউদ্দিন