হাফ ভাড়া নিয়ে আজ সিদ্ধান্ত
মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
হাফ ভাড়া নিয়ে আজ সিদ্ধান্ত
বাসে ছাত্রদের হাফ ভাড়ার বিষয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকবাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার বেলা ১১টায় কাজি নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হবে।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার এ তথ্য জানান।
তিনি জানান, এ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরে বাসে হাফ ভাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183311/হাফ-ভাড়া-নিয়ে-আজ-সিদ্ধান্ত