অবশেষে পুলিশের কৌশলেই ধরা শিশু ধর্ষণকারী শুকুর
অবশেষে পুলিশের কৌশলেই ধরা শিশু ধর্ষণকারী শুকুর
মাত্র ১১ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। একই শিশুকে হত্যার আগে ধর্ষণেরও প্রমাণ পায় পুলিশ। শহরজুড়ে তার মাদকের ব্যবসা। গাঁজা, ইয়াবা ব্যবসার দুটোরই তালিকাভুক্ত আসামি তিনি। আছে চুরি, ছিনতাইয়ের মামলাও। চুয়াডাঙ্গা জেলার অন্যতম শীর্ষ অপরাধী মোঃ শুকুর হোসেন (৩২) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
বাংলাদেশ
চুয়াডাঙ্গা প্রতিনিধিমাত্র ১১ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। একই শিশুকে হত্যার আগে ধর্ষণেরও প্রমাণ পায় পুলিশ। শহরজুড়ে তার মাদকের ব্যবসা। গাঁজা, ইয়াবা ব্যবসার দুটোরই তালিকাভুক্ত আসামি তিনি। আছে চুরি, ছিনতাইয়ের মামলাও। চুয়াডাঙ্গা জেলার অন্যতম শীর্ষ অপরাধী মোঃ শুকুর হোসেন (৩২) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
বুধবার চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকুর হোসেন চুয়াডাঙ্গা জেলার হকপাড়া গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, সংঘর্ষ, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১১ টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০১৭ সালে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। সেই মামলার আসামি শুকুর। তার বিরুদ্ধে মাদকের মামলা আছে ৬ টি। চুরির মামলা আছে ৩ টি। ভাড়ায় মারামারি করতে গিয়েও মামলা খেয়েছেন ২টি। গ্রেফতারের পর তাকে দ্রুত বিচার আইনের মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার শুকুর পেশাদার অপরাধী। এমন কোন অপরাধ নেই যা তিনি করেননি। এমনকি তিনি ভাড়ায় খেটে মারামারিও করেন। চিহ্নিত অপরাধী শুকুরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181070/অবশেষে-পুলিশের-কৌশলেই-ধরা-শিশু-ধর্ষণকারী-শুকুর