ঝিনাইদহে ১৫ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ১১৯ জন

ঝিনাইদহে ১৫ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ১১৯ জন

ঝিনাইদহে ১৫ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ১১৯ জন

আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে...

ঝিনাইদহ প্রতিনিধি

আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন জীবন বৃত্তান্ত দিয়েছেন জেলা আওয়ামী লীগের কাছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে উন্মুক্তভাবে তাদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত বিবরণ সম্পর্কিত আবেদনপত্র আহবান করে।

শনিবার দিনব্যাপী ঝিনাইদহ সার্কিট হাউজে এই কার্যক্রম চলে। জীবন বৃত্তান্ত গ্রহণ করার সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ করতে উন্মুক্ত সিভি গ্রহণ করা হয়েছে। 

তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে ১১৯ জন ব্যক্তিগত জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে গান্না ও পোড়াহাটি ইউনিয়ন থেকে একই পরিবারের ৩ জন করে আবেদন পত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/181444/ঝিনাইদহে-১৫-ইউনিয়নে-নৌকার-মাঝি-হতে-চান-১১৯-জন