নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিহত ১, আহত ২২

নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিহত ১, আহত ২২

নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিহত ১, আহত ২২

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে কর্মী-সমর্থকরা শুভেচ্ছা জানাতে গিয়ে রাস্তায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এছাড়াও অন্তত ২২ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যাতাহারা-আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদল চান্দু (৩৫) উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজির আলীর ছেলে।

আহত আবু বাক্কার জানান, ওইদিন বিকেলে রাধানগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন দেখতে তার বাড়ির উদ্দেশ্য বের হই। পথিমধ্যে তেঘরিয়া ব্রীজের কাছে ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভটভটিতে প্রায় ২২ থেকে ২৫ জন লোক ছিল।

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার আব্দুস সাত্তার জানান, খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তিনি জানান, আহতের কয়েকজনের অবস্থা গুরুতর।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম মাসুদ জানান, আহতের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) পাঠানো হয়েছে।

গুরুত্বর আহত ব্যক্তিরা হলো, রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মারুফ (১২), আমিন (৬৫), ইসমাইল (৪৫), হুমায়ুন (৬০), মতিন (৩০), কেরামত (৪০), নাঈম (১৩), মুরশেদ (৪৫), জুয়েল (৪৫), লতিফ (৫০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বাদল চান্দু নামের একব্যক্তি ঘটনাস্থল থেকে হাসপাতালের পথে মারা যান। অন্যান্য আহতরা গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এই ঘটনার পর রাধানগর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান আহতদের দেখতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181308/নব-নির্বাচিত-চেয়ারম্যানকে-শুভেচ্ছা-জানাতে-গিয়ে-নিহত-১-আহত-২২