মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ চালক নিহত

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ চালক নিহত

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ চালক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

রোববার রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা দুজনেই পুরুষ। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানিয়েছেন, অজ্ঞাত মোটরসাইকেলআরোহী মোটরসাইকেল চালিয়ে কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্রা- নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে সড়ক ভিভাজনের সাথে আঘাত লেগে ওই পথচারী ঘটনাস্থলে মারা যান এবং মোটরসাইকেল চালক সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালকও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

তিনি আরো জানান, মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/একে/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181572/মোটরসাইকেলের-ধাক্কায়-পথচারীসহ-চালক-নিহত