কীর্তনখোলায় তরুণীর দেহ, ওড়নায় পেঁচানো ৫০০ টাকা
কীর্তনখোলায় তরুণীর দেহ, ওড়নায় পেঁচানো ৫০০ টাকা
বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণী (২৫) আত্মহত্যা করেছে।
বাংলাদেশ
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণী (২৫) আত্মহত্যা করেছে।
রবিবার সন্ধ্যায় অজ্ঞাত ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় মরদেহের হাতে ছিল স্বর্ণের আংটি এবং ওড়নায় পেচানো ছিল ৫শ’টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণী সেতুর মাঝ বরাবর এসে রেলিং এর উপরে উঠে নদীতে ঝাঁপ দেয়। তবে সেখানে উপস্থিত কেউ বুঝতে পারেনি এ ধরনের ঘটনা ঘটবে। এরপর ডাকচিৎকার করলে সেখানে থাকা এক ব্যক্তি নৌকা নিয়ে এগিয়ে যান। অন্ধকার নেমে আসায় নৌকা নিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই ব্যক্তি পাড়ে ফিরে আসেন।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সেতু থেকে কে বা কারা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি অবহিত করে। সেখান থেকে আমাদের অবহিত করা হয়। এরপর পুলিশ পাঠানো হলে তারা সেতুর নিকটবর্তী স্থান থেকে ওই তরুনীর মরদেহ উদ্ধার করে। এ সময় তরুণীর আঙ্গুলে সোনার আংটি এবং ওড়নায় পেঁচানো ৫শ’টাকা ছিল।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182381/কীর্তনখোলায়-তরুণীর-দেহ-ওড়নায়-পেঁচানো-৫০০-টাকা