ভেন্টিলেশনে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

ভেন্টিলেশনে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

ভেন্টিলেশনে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলামকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলামকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশনে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে বর্ষণ ইসলাম।

তিনি বলেন, ‘বাবাকে আগেই তারা ভেন্টিলেশন দিতে চেয়েছিলো, আমরা রাজি হইনি। উনার অনেক কষ্ট হচ্ছিলো, এজন্য শুক্রবার সকাল থেকে ভেন্টিলেশন দিয়েছে। লাইফ সাপোর্ট না, শুধু ভেন্টিলেশনে আছেন।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর অধ্যাপক রফিকুল ইসলাম পেটে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে পানি ধরা পড়ে। সেখানেই কিছুদিন চিকিৎসার পর তাকে বাসায় নেয়া হয়। চার দিন আগে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182964/ভেন্টিলেশনে-জাতীয়-অধ্যাপক-রফিকুল-ইসলাম