মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগে ঘুষের অভিযোগ
মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগে ঘুষের অভিযোগ
বাংলাদেশ
পিরোজপুর প্রতিনিধিপিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্পে ২ জন মাঠ সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রত্যাশীদের অভিযোগ, প্রতিটি পদের জন্য দুই লাখ টাকা করে নিয়োগ বাণিজ্য করা হয়েছে।
প্রার্থীদের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী নিয়োগ পরীক্ষার আগেই দুইজন প্রার্থীর থেকে টাকা নিয়ে উক্ত পদের জন্য তাদের চুড়ান্ত করেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি বহুল প্রচার করা হয়নি বলে অনেকেই আবেদন করতে পারে নি৷
উল্লেখ্য, গত শনিবার সকালে উপজেলা সভা কক্ষে মাঠ সহায়ক পদে ৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ভাইভা পরীক্ষা নেওয়া হয়।
এই বিষয়ে ইন্দুরকানী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি নজরুল ইসলামের জানান, এ বিষয়ে কোন ঘুষ প্রক্রিয়ায় সঙ্গে কেউ জড়িত নয়। অভিযোগ ভিত্তিহীন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, এ নিয়োগে কোন অনিয়ম হয়নি।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181676/মৎস্য-কর্মকর্তার-বিরুদ্ধে-নিয়োগে-ঘুষের-অভিযোগ