রাষ্ট্রীয়ভাবে আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ

রাষ্ট্রীয়ভাবে আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ

রাষ্ট্রীয়ভাবে আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্টে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের আহ্বানে রাষ্ট্রীয়ভাবে জুমার আগে সব মসজিদে সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়।

আমিরাতের আবুধাবিতে দুপুর ১২টা, দুবাইয়ে বেলা ১১টা ৫৬, শারজায় বেলা ১১টা ৫৫, আজমানে বেলা ১১টা ৫৪, উম্ম আল ক্বাইওয়াইনে বেলা ১১টা ৫৪, রাস আল খাইমাহতে বেলা ১১টা ৫৩, ফুজাইরাহতে বেলা ১১টা ৫১, খুর ফাক্কানে বেলা ১১টা ৫১, আল আইনে বেলা ১১টা ৫৪, আল ধাফরায় দুপুর ১২টা ২ মিনিটে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করা হয়। এ নামাজ মহানবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাত। 

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এ নামাজের আয়োজন করেছে আমিরাত সরকার। এ বিষয়ে আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাউমেন্ট বিভাগ জানায়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস, শারজার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগ অ্যান্ড আওকাফের সমন্বয়ে দেশটির সব মসজিদ ও খোলা মাঠে বৃষ্টির নামাজের ব্যবস্থা করা হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন। 

মুহাম্মদ (সা.) গরমের প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির জন্য নামাজ আদায় করতে বলেছেন। এ নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইস্তিসকা এর অর্থ পানি প্রার্থনা করা। অনাবৃষ্টিতে খুব বেশি কষ্ট হলে সব মুসল্লিদের নিয়ে একত্রে খোলা মাঠে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/181316/রাষ্ট্রীয়ভাবে-আরব-আমিরাতে-বৃষ্টির-জন্য-নামাজ