দুই বছর পেরিয়ে গেলেও আইডি কার্ড পাননি জবি শিক্ষার্থীরা
দুই বছর পেরিয়ে গেলেও আইডি কার্ড পাননি জবি শিক্ষার্থীরা
ভর্তির দুই বছর পেরিয়ে গেলেও এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ডের হার্ড কপি হাতে পায়নি। সফট কপি দেয়া হলেও বাসে হাফ পাশ নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ
জবি প্রতিনিধিভর্তির দুই বছর পেরিয়ে গেলেও এখনও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ডের হার্ড কপি হাতে পায়নি। সফট কপি দেয়া হলেও বাসে হাফ পাশ নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রায় দুই বছর আগে ভর্তি হলেও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের মূল কপি হাতে পাননি। করোনার কারণে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৭ অক্টোবর থেকে সশরীরে সেমিস্টার ফাইনাল শুরু হলেও শিক্ষার্থীদের আইডি কার্ড সরবরাহ করা হয়নি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। প্রায় দুই বছরে প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে পদার্পণের সময় ঘনিয়ে আসলেও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড হাতে না পাওয়ায় হতাশ শিক্ষার্থীরা। গণপরিবহনে ভ্রমণসহ বিভিন্ন কাজে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করে হাফ পাশ সুবিধা না নিতে পারায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এর আগে গত আগস্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ডের সফট (অনলাইন) কপি সরবরাহ করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাজ ব্যতীত অন্য কোথাও তার ব্যবহার করা যাচ্ছে না বলেও অভিযোগ করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী জয়া নাইডু বলেন, করোনা সিচুয়েশন না থাকলে আগামী জানুয়ারীতে আমরা ৩য় বর্ষে থাকার কথা ছিলো। এতদিন পরেও বিশ্ববিদ্যালয় আমাদের আইডি কার্ড দেয়নি। ফলে আমরা অনেক কাজে আইডি কার্ডের ব্যবহার করতে পারি না।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুমিন আহমেদ সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যাচ আমরাই যারা বিগত ২ বছরেও আইডি কার্ড হাতে পাইনি। ফলে আমাদের প্রায় সময় বিড়ম্বনার শিকার হতে হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য বলেন, বুধবার থেকেই আইডি কার্ডের প্রিন্ট শুরু হবে। প্রায় তিন হাজার শিক্ষার্থীর আইডি কার্ড প্রিন্ট হবে। আশা করা যায়, আগামী সপ্তাহেই আমরা শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে দিতে পারবো।
উল্লেখ্য, মঙ্গলবার সদরঘাটগামী বাসগুলোর পরিচালকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মিটিংয়ের পর শিক্ষার্থীরা নিজেদের আইডি কার্ড প্রদর্শন করে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা সদরঘাটগামী বাসে হাফ ভাড়া দেয়ার সুবিধা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182723/দুই-বছর-পেরিয়ে-গেলেও-আইডি-কার্ড-পাননি-জবি-শিক্ষার্থীরা