চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

সোমবার রাত ৯টার সময় সদর উপজেলার বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে ছুরিকাঘাতে আব্দুল আজিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় আরো দুই যুবক আহত হয়েছে। নিহত আজিম, পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাওড়ি পাড়ার হয়রত আলীর ছেলে। 

সোমবার রাত ৯টার সময় সদর উপজেলার বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বটতলাহাট এলাকায় বিবাদমান দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছুরিকাঘাতে পৌর এলাকার মাওরিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে আজিম নিহত হয়। এতে নতুনহাট বড়িপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮) ও বটতলাহাটের আব্দুল হাইয়ের ছেলে আলম (১৪)। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে বটতলা হাটের পাশে মাওড়ি পাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনা নির্বাচন সংস্লিষ্টতা আছে কিনা খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারেননি ওসি। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183305/চাঁপাইনবাবগঞ্জে-ছুরিকাঘাতে-যুবক-নিহত-আহত-২